শাহরাস্তিতে ডিএনসি’র মাদকবিরোধী অভিযান : ইয়াবাসহ যুবক গ্রেফতার

আটককৃতদের নাম- নাম: মো. বেলায়েত হোসেন (৩০) পিতা: মো. হাসান আহমদ ঠিকানা: যাদবপুর পূর্ব পাড়া, ডাক্তার বশিরের বাড়ি, ০৩নং ওয়ার্ড, রায়শ্রী উত্তর ইউনিয়ন, থানা: শাহরাস্তি মডেল, জেলা: চাঁদপুর। এসময় তল্লাশি করে বেলায়েত হোসেনের ঘর থেকে একটি পলিথিনে মোড়ানো ১০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের ইনস্পেক্টর মো. তাজুল ইসলাম এর নেতৃত্বে অভিযুক্ত বেলায়েত হোসেনের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, অ্যামফিটামিন জাতীয় মাদকদ্রব্য ‘ইয়াবা’ ট্যাবলেট বাংলাদেশে সর্বাধিক অপব্যবহৃত নিষিদ্ধ মাদকগুলোর একটি। এটি মূলত স্নায়ুতন্ত্র উত্তেজক, যা শরীরে উদ্দীপনা সৃষ্টি করে। দীর্ঘমেয়াদে এটি ব্রেইন ড্যামেজ, মানসিক ভারসাম্যহীনতা, হৃদরোগ, এমনকি মৃত্যুর কারণ হতে পারে।
বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ইয়াবা সংরক্ষণ, ব্যবহার, বা পাচার দণ্ডনীয় অপরাধ। জেলার সর্বত্র মাদক নির্মূলে ডিএনসি’র অভিযান অব্যাহত থাকবে। মাদক সমাজের ঘাতক, যুবসমাজের ধ্বংসের মূল কারণ। মাদক নির্মূলে সকলকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।