সাচারের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন

সাচার জগন্নাথ ধাম, পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বাবু বটু কৃষ্ণ বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাচারের ঐতিহ্যবাহী রথযাত্রা কচুয়াকে দেশব্যাপী পরিচিতি করেছে। বিগত চার দলীয় জোট সরকারের সময়ে আমি প্রতিমন্ত্রী থাকাকালীন ১৮ লক্ষ টাকা ব্যয়ে হিন্দুদের রথ ঘরটি নির্মান করে দিয়েছি। বিএনপি আগামীতে সরকার ক্ষমতায় আসলে হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে থেকে সকল কার্যক্রম এগিয়ে নিবে।
সাচার জগন্নাথ ধাম, পূজা ও সাংস্কৃতিক সংঘের সাধারন স¤পাদক বাসুদেব সাহা ও উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকআতিকুর রহমান জুয়েল এর যৌথ পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাড: মো: নজরুল ইসলাম, কচুয়া উত্তর বিএনপি’র সাধারন সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম সহ আরো অনেকে। এ সময় স্থানীয় বিএনপি ও এলাকার হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার লোকজন উপস্থিত ছিলেন।




