চাঁদপুর সকাল

প্রথমবার বিপিএলে একই দলে খেলবেন বাবা-ছেলে

২১ দিন আগে
প্রথমবার বিপিএলে একই দলে খেলবেন বাবা-ছেলে
সময় যত ঘনিয়ে আসছে বিপিএলের উন্মাদনা ততই ছড়িয়ে পড়ছে দেশের ক্রিকেট পাড়ায়। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসরের। ভিন্ন গল্পের সাক্ষী হতে যাচ্ছে এবার বিপিএল। প্রথমবারের মতো বিপিএলে একই দলের হয়ে মাঠ মাতাবেন বাবা ও ছেলে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ আসন্ন ১২তম আসরে একই দলে বাবা ও ছেলেকে খেলতে দেখা যাবে। আফগানিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ নবির ছেলে হাসান ঈসাখিলকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে ১৯ বছর বয়সি এই আফগান আনক্যাপড (জাতীয় দলে অভিষেক না হওয়া) ওপেনিং ব্যাটসম্যানকে স্বাগত জানানো হয়।


দলের একজন কর্মকর্তার তথ্যমতে, আগামী ২৬ ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগেই সিলেটে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে ঈসাখিলের। যদিও এর আগে গত ৩ ডিসেম্বর ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছিল যে, আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী (৪০) তাদের অভিষেক বিপিএল মৌসুমে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বর্তমানে আইএলটি২০তে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি; সেই সফর শেষ করেই তার দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে।


বিপিএলের নিলামের টেবিলে কিছুটা হতাশ হতে হয়েছিল নোয়াখালী এক্সপ্রেসকে। সেই ঘাটতি পূরণে সরাসরি চুক্তিতে বেশ কিছু ক্রিকেটার দলে ভেড়ায় তারা। যেখানে নাম ছিল আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীরও। চলমান আইএল টি২০ শেষ করে বিপিএলে যোগ দেবেন তিনি।


সর্বশেষ দলের শক্তি বাড়াতে আরও এক আফগান ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে উদীয়মান টপঅর্ডার ব্যাটার হাসান ঈসাখিলকে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করেছে নোয়াখালী। বিপিএল খেলতে বাংলাদেশে চলেও এসেছেন তিনি।


হাসান ঈসাখিলের আরও একটি পরিচয় আছে। তিনি আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে। যাকে আগেই দলে ভিড়িয়েছে নোয়াখালী। ফলে সবকিছু ঠিক থাকলে প্রথমবার বিপিএলে একই দলে খেলতে দেখা যাবে বাবা ও ছেলেকে।


নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড


দেশি ক্রিকেটার : সৌম্য সরকার, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ আবু হাসিম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন ও রহমতুল্লাহ আলী।


বিদেশি ক্রিকেটার : জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), ইহসানুল্লাহ খান (পাকিস্তান), হায়দার আলী (পাকিস্তান), মোহাম্মদ নবী (আফগানিস্তান), মাজ সাদাকাত (পাকিস্তান), জাহির খান (আফগানিস্তান), ইবরার আহমেদ (আরব আমিরাত), বিলাল সামি (আফগানিস্তান), সেদিকুল্লাহ অটল (আফগানিস্তান), হাসান ঈসাখিল (আফগানিস্তান)।