চাঁদপুর সকাল

অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের স্মরণে ফুলকোট রেভারেন্স ও স্মরণ সভা

৩ মাস আগে
অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের স্মরণে ফুলকোট রেভারেন্স ও স্মরণ সভা

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, থানা বিএনপির সদস্য সচিব অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের স্মরণে ফুলকোট রেভারেন্স ও স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১১ আগষ্ট) ২০২৫ দুপুরে মরহুমের স্বরনে ভারপ্রাপ্ত জেলাও দায়রা জজ (অতিরিক্ত জেলা ও দায়রা জজ – ১) আমিরুল ইসলামের সভাপ্রধানে জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোট রেভারেন্স পালন করা হয়।


এ সময় বিচার বিভাগের বিচারক, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসির বিচারক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারন সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান, আইনজীবীরা । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাড. মাহবুব আলম চিশতী।


ফুলকোট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়। সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারীর সভাপতিত্বে মরহুমের জীবন বৃত্তান্ত পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসীম উদ্দিন মেহেদী হাসান। বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম উল্লা সেলিম, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. কোহিনুর বেগম, সমিতির সদস্য,


অ্যাড.সেলিম আকবর, অ্যাড. আমানুল্লাহ, অ্যাড. দুলাল মিয়া পাটোয়ারী, অ্যাড. আহসান হাবীব, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, অ্যাড. মনিরা বেগম চৌধুরী অ্যাড. শামসুল ইসলাম মন্টু, অ্যাড. দেবাশিস কর মধু, অ্যাড. এমরান হোসেন, অ্যাড. জসীমউদ্দীন পাটোয়ারী, অ্যাড. তোফাজ্জল হোসেন, অ্যাড. আকতার হোসেন , অ্যাড.শিরিন সুলতানা সুপ্তা, অ্যাড. জসিম উদ্দিন পাটোয়ারী , অ্যাড. নুরুল আমিন খান আকাশ, অ্যাড. হালিম পাটোয়ারী প্রমুখ।


স্মরন সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন অ্যাড. আব্দুল কাদের খান এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাড. শাহজাহান মিয়া। অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের বাবার নাম মৃত মোহাম্মদ আলী খান। তিনি বসবাস করতেন চাঁদপুর শহরে মিশন রোড সালমা ভিলাতে।


চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ২০০৯ সালের ১ই জুন যোগদান করেন এবং মৃত্যুর দিন পর্যন্ত সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন। তার স্ত্রীর নাম উম্মে সালমা ইয়াসমিন। তিনি চাঁদপুর মহিলা কলেজ ছাত্রী সংসদের সাবেক এজিএস ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা নাফিসা তাবাসসুম অর্পা ও ১ ছেলে নাফিস আবরার স্বপ্ন সহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।