অ্যাড. আব্দুল মান্নানের স্মরনে ফুলকোট রেভারেন্স ও শোকসভা

কোরআন তেলাওয়াত করেন অ্যাড. জাবির হোসেন দোয়া ও মোনাজাত তুলেছেন অ্যাড. মাহবুব আলম চিশতী। ফুলকোট রেভারেন্স শেষে দুপুর ১২ টা চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মমরহুমের স্মরনে শোকসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহির উদ্দিন বাবর বেপারী। মরহুমের জীবন বৃত্তান্ত পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসীমউদ্দীন (মেহেদী হাসান)।
শোক সভায় বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম, সমিতি সিনিয়র আইনজীবী অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড.সেলিম আকবর,অ্যাড. আহসান হাবিব,অ্যাড. কামাল উদ্দিন আহমেদ,অ্যাড. আব্দুল লতিফ শেখ অ্যাড. শরিফ মাহমুদ ফেরদাউস শাহীন, অ্যাড. এমরান হোসেন,অ্যাড.মুজিবুর রহমান ভূঁইয়া , অ্যাড. আমান উল্লাহ (১),অ্যাড. জাকির হোসেন ফয়সাল , অ্যাড.শেখ আবুল খায়ের সালেহ,অ্যাড. তোফায়েল হোসেন জোসেফ, অ্যাড.শাহ আলম ফরাজি প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করপন অ্যাড. শেখ আবুল খায়ের সালেহ।
মঙ্গলবার সকাল ১১ টা ৩৫ মিনিটের সময় চাঁদপুর জেলা জজ আদালতে রিভিশন মামলার শুনানির সময় হঠাৎ মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান আব্দুল মান্নান খান (মহিন) নামে আইনজীবী। সেখান থেকে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ আত্মীয়-স্বজনসহ শুভাকাঙ্ক্ষী রেখে যান। এদিন বাদ আছর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জানাজা শেষে তাকে বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে দাফন করা হয়।