অবশেষে যানজট ও হকারমুক্ত হলো বাণিজ্যিক শহর হাজীগঞ্জ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কের দু পাশে কোনো হকার বসেনি, আর যানজটও দেখা যায়নি। অবশেষে যানজটমুক্ত এবং হকারমুক্ত হলো জেলার বাণিজ্যিক শহর হাজীগঞ্জ।
শুক্রবার (১ আগস্ট ২০২৫) এ চিত্র দেখা গেছে। এতে জনগণ অসম্ভব রকমের স্বস্তি প্রকাশ করেছে। আর এর জন্যে কৃতিত্ব দিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে। সাথে রয়েছে উপজেলা প্রশাসন, হাজীগঞ্জ সেনা ক্যাম্প, থানা পুলিশ ও পৌরসভা।
এদিন শুধু যানজট আর হকারমুক্তই হয়নি, সেই সাথে সড়কের দুপাশ থেকে আবর্জনা সরানো ও সড়কে কোনো পরিবহনকে দাঁড়াতে দেয়া হয়নি। একইদিন ভ্রাম্যমাণ আদালত বাজারে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
শুক্রবার সকাল থেকে সারাদিন হাজীগঞ্জ বাজারের সড়কের কোথাও যানজট দেখা যায়নি। সড়কের দুপাশে একজন হকারকেও বসতে দেখা যায়নি। পুরো বাজার থেকে ময়লা-আবর্জনা সরিয়ে ফেলা হয়েছে। একাধিক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিতে হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে জায়েদ হোসেন, এসি-ল্যান্ড, হাজীগঞ্জ সেনা ক্যাম্প ও থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ভিন্ন ভিন্ন টহল টিম কাজ করেছে। তবে হকাররা কেউ সড়কে নিজ থেকে বসেনি বা কেউ বসার চেষ্টাও করেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, আমাদের ভ্রাম্যমাণ আদালত টিম হাজীগঞ্জ বাজারে নিয়মিত কাজ করবে। হকার আর সড়কের পাশে বসতে পারবে না। জনগণের প্রত্যাশা, এমন পরিবেশ যেনো সবসময় থাকে। এর জন্যে প্রশাসন সর্বোচ্চ কঠোর হবে বলে আমাদের দাবি।