ম্যাচসেরার পুরস্কার ঠেলাগাড়িভর্তি ৫৫ কেজি আলু

৩ আগস্ট ২০২৫ নরশেল্যান্ডের বিপক্ষে ৩–২ গোলে জেতে সোনারইয়ুস্কা ক্লাব। ওই ম্যাচে সোনারইয়ুস্কার হয়ে ফরাসি সেন্টারব্যাক ম্যাক্সিম সউলাস প্রথম গোলটি করেন। ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা এই ফুটবলার জয়ের পর ম্যাচসেরার পুরস্কার হিসেবে ছোট্ট একটি ঠেলাগাড়ি ভর্তি আলু পেয়েছেন!
ওজনে এই আলুর পরিমাণ প্রায় ৫৫ কেজি। গতকাল বার্তাসংস্থা এএফপিকে ২৬ বছর বয়সী সউলাস নিজেই এ তথ্য জানিয়েছেন।
এ নিয়ে সউলাস বলেছেন, ‘আমি আলুগুলো আমাদের ক্লাব ক্যাফেটেরিয়াতে দিয়ে দিয়েছি। সেখান থেকে কিছু আলু আবার চলে গেছে একটি “সুপ কিচেনে” (যেখানে গরিবদের খাবার সরবরাহ করা হয়)।’
এ নিয়ে সোনারইয়ুস্কার জনসংযোগ পরিচালক জ্যাকব র্যাভন বলেছেন, ‘পুরস্কার কী হবে, সেটা ঠিক করে ম্যাচের স্পনসর। সে (সউলাস) এতে মজা পেয়েছে এবং ঘটনাটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।’
২০২০ সালে নেদারল্যান্ডসের জং পিএসভি ছেড়ে ডেনমার্কের ক্লাব আমাগেরে যোগ দেন সউলাস। পরের বছর সোনারইয়ুস্কায় যোগ দেন তিনি।
এ নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, খেলায় নিজেদের স্বকীয়তা যোগ করতে কখনো কখনো এমন অপ্রত্যাশিত পুরস্কার দেন আয়োজকেরা, সেটা যে দামি হতেই হবে, তা নয়। তবে স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলোর ঘরোয়া ফুটবলে এমন পুরস্কার নতুন কিছুই না।