চাঁদপুর সকাল

ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ফুটবল দল : প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে

প্রায় ১ মাস আগে
 ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ফুটবল দল : প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে
বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক অভূতপূর্ব সাফল্যে নারী ফুটবল দল ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। এটি তাদের প্রথম এশিয়ান কাপ যাত্রা, যা দেশের ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশ নারী দল বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডে উঠেছে। আজ ইয়াঙ্গুনে তারা শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে পরাজিত করে এই অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। এই জয়ের মাধ্যমে তাদের চূড়ান্ত পর্বে খেলা প্রায় নিশ্চিত হয়। ‘সি’ গ্রুপের আরেকটি ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করায় বাংলাদেশ এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নিশ্চিত হয়। এর ফলে ২০২৬ এশিয়ান কাপে তাদের অংশগ্রহণ নিশ্চিত হয়ে যায়।



মিয়ানমারে চলমান ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। মিয়ানমারের ৩ পয়েন্ট, আর বাহরাইন ও তুর্কমেনিস্তানের ১ পয়েন্ট করে রয়েছে।


৫ জুলাই গ্রুপের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে বাংলাদেশ হারলেও এবং মিয়ানমার বাহরাইনকে হারিয়ে ৬ পয়েন্ট পেলেও, মুখোমুখি ম্যাচে জয়ের সুবাদে বাংলাদেশই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বাছাইপর্বের গ্রুপ বিজয়ীরাই খেলার সুযোগ পাবে।


বাংলাদেশ বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে চূড়ান্ত পর্বে উঠেছে। ১২ দলের এই টুর্নামেন্টে আগেই জায়গা পেয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া এবং গত আসরের শীর্ষ তিন দল—জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন। তাদের সঙ্গে যোগ দেবে বাছাইপর্বের আট গ্রুপের বিজয়ীরা।


বাংলাদেশের ফুটবল ইতিহাসে এর আগে মাত্র একবার, ১৯৮০ সালে কুয়েতে, পুরুষ দল এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল। এরপর আর কোনো জাতীয় দল এই মঞ্চে পৌঁছাতে পারেনি। বর্তমানে পুরুষ দল ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বে প্রথম দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে কঠিন পথে রয়েছে।