চাঁদপুর সকাল

কঠিন পরিস্থিতিতে জয়ওয়ালের সেঞ্চুরি

৫ মাস আগে
কঠিন পরিস্থিতিতে জয়ওয়ালের সেঞ্চুরি
ইংল্যান্ডের মাটিতে সিরিজের প্রথম টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। লিডসে ম্যাচের প্রথম দিন থেকেই বল মারাত্মক সুইং করছিল। বেশ কিছু বল ব্যাট ঘেঁষে বেরিয়ে যায়। কিন্তু হাল ছাড়েননি জয়সওয়াল। দিনের খেলা শেষে এই তরুণ বলেন, প্রতিপক্ষের মাঠে কঠিন পরিস্থিতিতে মনের জোরে ভর করেই তাকে এই ইনিংস খেলতে হয়েছে।

হেডিংলি টেস্টের প্রথম দিনে ১৫৯ বলে ১০১ রানের ইনিংস খেলেছেন জয়সওয়াল। তার ইনিংসে ছিল ১৬টি চার এব ১টি ছক্কার মার। অর্থাৎ, ১৭ বলে ৭০ রান করেছেন তিনি। বাকি ১৪২ বলে করেছেন মাত্র ৩১ রান। এই পরিসংখ্যান বলে দেয়, কতটা হিসাবি ব্যাটিং করেছেন জয়সওয়াল। প্রথম দিনের খেলা শেষে তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। সারাটা দিন আমরা দাপট দেখিয়েছি। ইংল্যান্ডের গ্রীষ্ম উপভোগ করেছি। শুরুটা ভালো হওয়া খুব প্রয়োজন ছিল।

চার পেসার নিয়ে ব্যাটিংয়ে নামছে ভারত; সুদর্শনের অভিষেকশুরুতে রান করতে সমস্যা হচ্ছিল। বল সুইং করছিল। নিজের স্বাভাবিক খেলা থেকে সরে আসেন যশস্বী। তাছাড়া সিরিজ শুরুর বেশ কয়েকদিন আগে ইংল্যান্ডে গিয়ে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করেছে ভারত। সেই প্রস্তুতি কাজে লেগেছে বলে মনে করছেন জয়সওয়াল। তার ভাষায়, ‘আমাদের প্রস্তুতি খুব ভালো ছিল। নেটে ভালোভাবে অনুশীলন করেছি। প্রস্তুতি ম্যাচ খেলেছি। তাই চাপ কম ছিল। বল দেখে খেলেছি। অপেক্ষা করেছি। খারাপ বলে মেরেছি।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে যে ১০টি রেকর্ড হতে পারেজয়সওয়াল হলেন ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্টে সেঞ্চুরি করা ভারতীয় ওপেনার। পায়ে ব্যথা নিয়ে বিরুদ্ধ কন্ডিশনে স্রেফ মনের জোরেই এই ইনিংস খেলেছেন বলে জানান জয়সওয়াল, ‘নিজের ওপর বিশ্বাস ছিল, ভালো খেলার ইচ্ছা ছিল। বল ব্যাপক সুইং করলেও আমি ধৈর্য হারাইনি। সাবধানে দেখেশুনে ব্যাটিং করেছি। মুহূর্তটা উপভোগ করেছি। তাতেই সাফল্য এসেছে।’