হাজীগঞ্জে ডেঙ্গু জ্বরে ব্যবসায়ীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে চাঁদপুরের হাজীগঞ্জের এক কলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ব্যবসায়ী মো. ইমান হোসেন (৪৫) হাজীগঞ্জ বাজারের কলার ব্যবসায়ী এবং সে ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিদ্দার বাড়ির মোঃ মফিজুর রহমানের ২য় ছেলে।
ইমান প্রতিবেশী মো. ফারুক হোসেন জানান, “গত কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ১১ জুলাই তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু রোগ ধরা পড়ে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।”
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট মেডিসিন ডাক্তার মোহাম্মদ মহিবুল আলম রুবেল জানান,জেলার মধ্যে সব থেকে বেশি ডেঙ্গু রোগী ধরা পড়ছে হাজীগঞ্জে। ডেঙ্গু প্রতিরোধে সকলকে বাড়ির পাশে জমে থাকা পানি নিষ্কাশন,বনজঙ্গল পরিস্কার রাখা ও ঘুমানোর সময় মশারি টানানো সহ সচেতন থাকার পরামর্শ দেন তিনি।