চাঁদপুর সকাল

হাজীগঞ্জে ৫০০ টাকা না পেয়ে মায়ের সাথে অভিমানে কিশোরের আত্মহনন

প্রায় ১ মাস আগে
হাজীগঞ্জে ৫০০ টাকা না পেয়ে মায়ের সাথে অভিমানে কিশোরের আত্মহনন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাত্র ৫০০ টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। শুক্রবার (২৭ জুন ২০২৫) মর্মান্তিক এ ঘটনা ঘটেছে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের উত্তর-পশ্চিম রাজারগাঁও হাওলাদার বাড়িতে। নিহত কিশোরের নাম মোঃ জিহাদ হোসেন (১৭)। সে মৃত সালামত হাওলাদারের ছেলে এবং তার মা জেসমিন আক্তারের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতো।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১১টা নাগাদ জিহাদ তার মায়ের কাছে ৫০০ টাকা চায়। মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে কিছু সময় পর জিহাদ তার মাকে ঘর থেকে বাইরে পাঠিয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে নিজ রুমের দোতলায় ঘরের তীরের সাথে মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।


পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দ্রুত হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই (নিঃ) আবু আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেন।


এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান,প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


স্থানীয়দের অনেকেই জানান, জিহাদ শান্ত স্বভাবের ছেলে ছিল। তার এমন আত্মঘাতী সিদ্ধান্তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।