চাঁদপুর সকাল

ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

৩ দিন আগে
ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কর্তৃক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন সম্পর্কে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন বক্তব্য দেওয়ার প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে উপজেলা যুবদল।

সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় ফরিদগঞ্জ থানার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের কালিরবাজার চৌরাস্তা হয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও কুশপুত্তলিকা দাহের মধ্য দিয়ে শেষ হয়।

ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল মতিন বলেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী যে অশোভন মন্তব্য ও মিথ্যা তথ্য প্রচার করেছেন, তা শুধু একজন যুবদল নেতার বিরুদ্ধে নয়, বরং পুরো যুবদল সংগঠনের প্রতি চরম অবমাননাকর। তার এমন বক্তব্যে দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের প্রিয় নেতা রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। যদি তিনি দ্রুত প্রকাশ্যে ক্ষমা না চান, তবে তাকে চাঁদপুর জেলায় অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হবো। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কেউ পার পাবে না। যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এর জবাব দেবে রাজপথে।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. রাজু পাটোয়ারী, পৌর যুবদল নেতা ফারুক হোসেন রন।

বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন যুবদল নেতা ছবুর পাটোয়ারী, জিয়া চৌধুরী, আরিফ তরফদার, আব্দুল কাইউম সুমন, আরিফ পাটোয়ারী, এমরান দনিদার, আরিফ, মাহফুজ, সুমন আনোয়ার, সবুজ, রাছেল, মাহিন মেম্বার, হাবিব মেম্বার, মাসুদ, হাফিজ, রুবেল, সাদ্দাম, রাফিকুল ইসলাম, পারভেজ, মো. শরীফ, ও তানজিল হোসেন গাজীসহ শতাধিক নেতাকর্মী।