চাঁদপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণে বিষধর সাপের কামড়ে রানু বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ আগস্ট ২০২৫) রাতে উপজেলার উপাধি গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। রানু বেগম ওই গ্রামের মৃত ইদ্রিস আলী খানের স্ত্রী।
মৃতের মেয়ে নাছিমা বলেন, ‘শুক্রবার রাতে আমার ভাইয়ের মেয়ে খাওয়ার সময় একটা আঙুর হাত থেকে পরে খাটের নিচে চলে যায়। সেই আঙুর ফলটা আমার মা খাটের নিচ থেকে আনতে গেলে একটি সাপ তাকে কামড় দেয়। ওই সময় গুরুতর আহত অবস্থায় মাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
প্রতিবেশী আবদুল মতিন বলেন, ‘হাসপাতালে নেওয়ার পথে সাপে কাটা রানু বেগম মারা যায়। শনিবার সকাল ৯টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, ‘এমন ধরনের খবর আমাদের জানা নেই। তবে এ ঘটনা কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’