চাঁদপুর সকাল

চাঁদপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৭ দিন আগে
চাঁদপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, দৃশ্যমান বিচার, সংস্কার ও জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিজমের জন্ম হবে। আবারো জাতীয় লুটেরাদের হাতে ক্ষমতা চলে যাবে। দেশের টাকা বিদেশে পাচার হবে। নতুন নতুন বেগমপাড়া তৈরির হিড়িক পড়বে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিশেষগোষ্ঠীর বৃত্তে আটকা পড়লে জুলাই অভ্যুত্থান ব্যহত হবে। জনমতের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। দেশে নতুন করে বিস্ফোরণ ঘটবে। আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসররা পুনর্বাসনের সুযোগ পাবে। আমরা পরিস্কারভাবে বলতে চাই- কারো চাপের ওপর মাতা নত করে দৃশ্যমান বিচার, সংস্কার, জুলাই সনদের আইনী ভিত্তিবিহীন নির্বাচন দিলে দেশের মানুষ তা বরদাশত করবে না। সংস্কার, বিচার, ও জুলাই সনদের আইনী ভিত্তিও এ সরকারকে কার্যকর করতে হবে।


তিনি আরও বলেন, জুলাই সনদ যেন কোনো এক দলের অনুলিখন না হয়ে যায়। অবিলম্বে জুলাই সনদের প্রস্তাবিত খসড়া সংশোধন করে ৩৬ জুলাইর পূর্বে তা আইনীভিত্তিসহ চূড়ান্ত করতে হবে।


শুক্রবার (১ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শহরের বাসস্ট্যান্ডে জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার ও শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণরাস্ট্র গড়ার দাবিতে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।


সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী। শুভেচ্ছা বক্তব্য রাখেন এনসিপির চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মাহবুব আলম।


ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামতুল্লাহ ও নেছার উদ্দীনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আনসার আহমাদ, শ্রমিকনেতা মুহাম্মদ আবুল বাশার, ছাত্রনেতা ডিএম ফয়সাল, মাওলানা মাইনুদ্দীন, সদর উপজেলা যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।