চাঁদপুরে আওয়ামী লীগের জটিকা মিছিলের চেষ্টাকালে আটক ৩

চাঁদপুর আদালত প্রাঙ্গণে আওয়ামীলীগের জটিকা মিছিলের চেষ্টাকালে ছাত্রলীগ সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে।
সোমবার ৩০ জুন ২০২৫ ভোরে শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ছাত্রলীগ সন্দেহভাজন চাঁদপুর ডিবি পুলিশ তাঁদেরকে আটক করেন। পরবর্তীতে তাঁদেরকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতদের নাম- আরিফুল ইসলাম (১৯), পিতা- মোঃ খাইরুল আলম, মাতা- হাজেরা বেগম, ব্যাংক কলোনি, চাঁদপুর। ইফাত হোসেন (১৯), পিতা- দেলোয়ার হোসেন, মাতা-শিরিনা বেগম, তেঁতুল তলা, সদর চাঁদপুর। সাইম(১৯), পিতা- শাহদাত হোসেন, মাতা- হাওয়া বেগম, মাস্টার বাজার, মতলব দক্ষিণ, চাঁদপুর।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া জানান, তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে যাচাই-বাছাই চলমান রয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগের সত্যতা নিশ্চিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।




