চাঁদপুর মেডিকেল কলেজের বিজ্ঞান মেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভবনে মেডিকেল কলেজের ছাদে আয়োজিত মেলায় সকল ব্যাচের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রণ করেন। মেলায় বিভিন্ন বিষয়ে একাধিক প্রেজেন্টেশনের ২২টি স্টল করা হয়।এতে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দলভিত্তিক উদ্ভাবনী বিষয়গুলোর মূল্যায়ন করেন শিক্ষকরা।
এ মূল্যায়ন কাজে মেডেকিলের শিক্ষক ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসকরা অংশ নেয়। সমাপনী অনুষ্ঠান শেষে এ বাৎসরিক বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সাহেলা নাজনীন।এসময় তিনি বলেন,ক্যাম্পাস ও অন্যান্য সমস্যা থাকলেও শিক্ষার্থীরা যাতে তাদের অভাব বুঝতে না পারে এবং তাদের মেধার বিকাশ ঘটাতে পারে সে জন্য এই বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা। আশা করি শিক্ষার্থীরা এতে অনেক উপকৃত হবে।
২২ টি স্টলের নির্ধারিত বিষয়গুলো শিক্ষকরা মূল্যায়ন করছেন এবং বিজয়ীদের পুরস্কার ও সনদ দেয়া হয়েছে। অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ ডাঃ হারুন অর রশিদ বলেন, নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমাদের মেডিকেল কলেজের সপ্তম ব্যাচের শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এতে আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।
তাছাড়া সরকারি কোন মেডিকেল কলেজে এই প্রথম আমাদের মেডিকেল কলেজ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে মেডিকেল এডুকেশন ইউনিটের সভাপতি অধ্যাপক ডাঃ মিজানুর রহমান,২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ মাহবুবুর রহমান, সহকারী পরিচালক ডাঃ আশরাফ হোসেনসহ অত্র মেডিকেল কলেজের সকল শিক্ষক, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।