বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটনের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা সরোয়ার হোসেন মুন্সী ভুলু, একেএম সাহাবুদ্দিন শাহিন, সাংবাদিক সাখাওয়াত হোসেন, কলেজের প্রাক্তন শিক্ষক তপন কুমার পাল, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের সহকারী অধ্যাপক মো. ইমাম হোসেন টিটু, সাবেক ছাত্রনেতা শাহবুদ্দিন সাবু, মিজানুর রহমান, জসিম উদ্দিন, রুমান গাজী, ছাত্রনেতা কাউছার আহমেদ সাগর ও আমিনুল হক আমিন।
সহকারী অধ্যাপক কাজী নাসির উদ্দীন ও নুরজাহান আক্তারের যৌথ সঞ্চালনায় সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, প্রভাষক মো. তাজুল ইসলাম ও তহুরা আক্তার, পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রীহা আক্তার ও মানপত্র পাঠ করেন সাদিয়া আফরিন মিম, অধ্যয়নরতদের মধ্যে বক্তব্য রাখেন মোবাশ্বেরা আক্তার ও মানপত্র পাঠ করেন কামরুন্নাহার মিতু। বিদায়ী সংগীত পরিবেশন করেন মরিয়ম আক্তার। উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম বেপারী, আমির হোসেনসহ পৌর এলাকার বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাধিক নেতা-কর্মী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাও. নূর মোহাম্মদ। গীতা থেকে পাঠ করেন প্রভাষক শিপন মজুমদার। অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য হুমায়ুন কবির সুমনসহ অন্যান্য অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।