চাঁদপুর সকাল

বরখাস্ত হলেন হামজাদের কোচ

৩ মাস আগে
বরখাস্ত হলেন হামজাদের কোচ


ছয় মাস সময়ও নয়। এ বছরের জানুয়ারি থেকে মৌসুমের শেষ পর্যন্ত ধারের চুক্তিতে শেফিল্ড ইউনাইটেডে খেলে এসেছেন হামজা চৌধুরী। এর মধ্যে কত কিছুই না ঘটে গেল তাঁর জীবনে। বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডারের এর মধ্যে অভিষেক হয়েছে বাংলাদেশের জার্সিতে, তিনটি ম্যাচও খেলে ফেলেছেন জাতীয় দলের হয়ে। এই সময়ের মধ্যেই আবার তাঁর মূল দল লেস্টার সিটি অবনমিত হয়ে গেছে প্রিমিয়ার লিগ থেকে। এর জেরে বরখাস্ত হতে হয়েছে হামজাদের লেস্টার সিটির কোচ রুড ফন নিস্টলরয়কেও।


লেস্টার সিটি প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়ার পরই ইংল্যান্ড ছেড়ে যান নেদারল্যান্ডসের সাবেক এই স্ট্রাইকার। এরপর নিস্টলরয়ের সঙ্গে সমঝোতার মাধ্যমেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে লেস্টারের বিবৃতিতে।


নিস্টলরয় লেস্টারে কোচ হিসেবে যোগ দিয়েছিলেন হামজা ধারের চুক্তিতে শেফিল্ডে যাওয়ার আগেই। ৪৮ বছর বয়সী নিস্টলরয় ক্লাবটির কোচের দায়িত্ব নিয়েছিলেন গত বছরের নভেম্বরে। তার আগে তিনি অল্প সময়ের জন্য ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ভারপ্রাপ্ত কোচ। নিস্টলরয় কোচের দায়িত্ব নেওয়ার আগেই প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় নিচের দিকে নামতে শুরু করে লেস্টার। নিস্টলরয় দায়িত্ব নিয়েও সেই ধস থামাতে পারেননি।


নিস্টলরয় কোচের দায়িত্ব নেওয়ার পর জানুয়ারির শেষ দিকে হামজাকে শেফিল্ডে ধারে পাঠায় লেস্টার। শেফিল্ডকে প্রিমিয়ার লিগে তুলতে ব্যর্থ হন বাংলাদেশি মিডফিল্ডার। ধারের চুক্তি শেষ হয়ে যাওয়ার পর আবার লেস্টারে ফিরে এসেছেন ক্লাবটিতে ২০১৫ সালে নাম লেখানো হামজা।


২০১৫ সালে লেস্টারে নাম লেখানোর পর ২০১৫–১৬ ও  ২০১৬–১৭ মৌসুমে ধারের চুক্তিতে বার্টন অ্যালবিওনে খেলেন হামজা। এরপর লেস্টারে ফিরে টানা ছয় মৌসুম খেলেন প্রিমিয়ার লিগে। ২০২২–২৩ মৌসুমে আবার তাঁকে ধারে ওয়াটফোর্ডে পাঠায় লেস্টার। সেখান থেকে ফিরে ২০২৩–২৪ মৌসুম এবং ২০২৪–২৫ মৌসুমের প্রথম ভাগটা লেস্টারেই খেলেন। এরপর জানুয়ারিতে আবার ধারে শেফিল্ডে। সেখান থেকে ফিরে এখন আবার লেস্টারের সঙ্গে প্রাক্‌–মৌসুম অনুশীলন শুরু করেছেন হামজা। লেস্টারের সঙ্গে হামজার বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত।