সংগীতশিল্পী কনার বিচ্ছেদ নিয়ে সালমার বিশেষ বার্তা

গত বুধবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিজের বিচ্ছেদের খবর দেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা।
খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে মিডিয়া পাড়ায় এ নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কনার স্বামী মো. ইফতেখার গহিন ফেসবুকে 'বিচ্ছেদ হয়নি' লিখে সেই পোস্ট সরিয়েও দেন।
কনার স্ট্যাটাসটি প্রকাশের ঠিক প্রায় এক ঘণ্টা পর, রাত ১২টার দিকে, ন্যান্সি তার ফেসবুক প্রোফাইলে একটি ছোট্ট স্ট্যাটাস দেন, যেখানে লেখা ছিল, “জন্ম-মৃত্যু বিয়ে বিচ্ছেদ, এর সবই আল্লাহর ইচ্ছায় হয়—বাণীতে শেয়াল রানী।” এই বাক্য নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় জল্পনা। ধারণা করা হয়, তিনি কনার পোস্টকে কেন্দ্র করেই এমন মন্তব্য করেছেন।
কনার বিচ্ছেদ নিয়ে শিল্পী মহলে আলোচনা তুঙ্গে, তখনই এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী সালমা আক্তার। ভক্তদের অনুমান, কনার পক্ষ নিয়েই কথাগুলো বলেছেন এই শিল্পী।
শুধু তাই নয়, সালমা দিয়েছেন একটি ভিডিও বার্তাও। আর তাতে স্পষ্ট, সদ্য বিচ্ছেদের পথে হাঁটা কনাকে নিয়েই এসব মন্তব্য করেছেন সালমা। ভিডিও বার্তায় বলতে শোনা যায়, ‘এসব বিষয়ে আমি চুপ থাকতেই পছন্দ করি। আমার খারাপ লাগে, একটা অঙ্গনের মানুষ যেমন ডাক্তার, উকিল- তাদের কোনো সমস্যা হলে একজোট হয়ে কাজ করে। কিন্তু আমাদের শিল্পীগোষ্ঠীদের বেলাতে দেখি, যখন কেউ বিপদে পড়ে, তখন বাকি শিল্পীরা চুপ থাকে, একটু মজা দেখে।’
আক্ষেপের সুরে সালমা আরও বললেন, ‘আমরা একই অঙ্গনে থাকি কিন্তু মজা নেই।’
আরেক ফেসবুক স্ট্যাটাসে সালমা লেখেন, ‘কঠিন সময় শিল্পীর পাশে থাকাটা জরুরি। আমাদের ট্যাগ কিন্তু আমরা শিল্পী। সেখানে আমাদের কর্তব্য সবাই একসাথে মিলে থাকাটা । দুই দিনের দুনিয়া কে কখন আছি আবার নেই । যার যার কষ্ট তার তার ।‘
নেটিজেনদের অনুমান, কনার এই বিষয়টি নিয়ে নিজেরাই তথা শিল্পীমহলই জলঘোলা করছে; কাজেই এমন মন্তব্য করে বসলেন সালমা।