চাঁদপুর সকাল

নেপালে নতুন সরকারের প্রধান হিসেবে কেন সুশীলা কার্কিকে চায় জেন জি?

প্রায় ২ মাস আগে
নেপালে নতুন সরকারের প্রধান হিসেবে কেন সুশীলা কার্কিকে চায় জেন জি?
নেপালে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে চায় দেশটিতে সহিংস বিক্ষোভে সরকারের পতন ঘটানো জেন জি।

বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে জেন জি নেতাদের আলোচনাও হয়েছে। সুশীলা কার্কির বয়স এখন ৭৩ বছর। তা সত্ত্বেও জেন জি কেন তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে চাইছে?


জেন জি আন্দোলনকারীরা যা বলেছেন, তার থেকে স্পষ্ট, তারা এমন একজনকে চাইছে, যার দুর্নীতিমুক্ত ভাবমূর্তি আছে, যিনি বর্তমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত নন এবং যার অভিজ্ঞতা আছে।


তাদের মতে, সুশীলা কার্কি এই দিক থেকে উপযুক্ত প্রার্থী।


সুশীলা কার্কির স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী একসময় নেপালি কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও সুশীলা কার্কির সঙ্গে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই।