চাঁদপুর সকাল

কৃষি বাঁচানোর দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল

৬ মাস আগে
কৃষি বাঁচানোর দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল
চাঁদপুর সেচ প্রকল্পভুক্ত চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৬টি উপজেলার কৃষক, ক্ষেতমজুর ও মৎস্যজীবিদের রক্ষা ও সিআইপি সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

রোববার (২০ জুলাই) ফরিদগঞ্জ প্রেসক্লাব ও ওনুআ চত্বরে চাঁদপুর সেচ প্রকল্প (সি.আই.পি) অভ্যান্তরে ডাকাতিয়া নদী ও খাল খনন কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,মৎস্যজীবি সংগ্রাম কমিটির সদস্য নুরুল ইসলাম কুট্টি, সবজি কৃষক নুরুল ইসলাম ভূঁইয়া, কৃষক খোরশেদ আলম, তবারক উল্ল্যাহ, নোমান হোসেন, মিঠুন পাটওয়ারী, মৎস্যজীবি অবনি বর্মন ও রহিমা আক্তার কলি।


তারা বলেন, বিগত বছর ভয়াবহ জলাবদ্ধতায় সিআইপি বাঁধের ভিতরের আমন ধানসহ সকল কৃষি ফসল সম্পূর্ণভাবে ধ্বংস হয়। মৎস্যজীবিরা শতশত কোটি টাকার মাছ ভেসে যায়। এর একমাত্র কারণ গত ৩৫ বছরেও সেচপ্রকল্পের অভ্যন্তরের কোন খাল খনন হয়নি। একশত কিলোমিটার দৈর্ঘ্যের সেচপ্রকল্প বাঁধের চারপাশে একশত কিলোমিটার বোরোপিট খাল রয়েছে। সেগুলো এবং ডাকাতিয়া নদী দখলে দূষণে ও কচুরিপানা জটে বিপর্যস্ত।


আমরা এতদিন ধারাবাহিক কর্মসূচির মধ্যে একাধিক সংবাদ সম্মেলন, লিফলেট বিতরণ, হাট সভা, পথসভা, জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ে স্মারক লিপি পেশ করেছি।


আমাদের দাবি সিআইপির সংকট স্থায়ীভাবে নিরসনে গৃহীত কর্ম পরিকল্পনা দ্রুততার ভিত্তিতে বাস্তবায়ন হউক। একই সাথে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ, কৃষি ঋণ মওকুফ, সার্টিফিকেট মামলা প্রত্যাহার, প্রতিবছর ১ জানুয়ারি প্রকল্পের অভ্যান্তরে পানি সরবরাহ করা, সিআইপির অভ্যন্তরে প্রতিটি উপজেলায় কন্ট্রোলরুম স্থাপন করে জলাবদ্ধতা দূরীকরণে সদা তৎপর থাকতে হবে।