জেফ বেজোস-লরেন সানচেজের বিয়ে, ভেনিসে বসেছে তারার মেলা

শুক্রবার (২৭ জুন) ভেনিসের ছোট্ট দ্বীপ সান জর্জিওতে বিয়ের মূল আয়োজন সম্পন্ন হয়। এই বিয়েতে শোবিজ, রাজনীতি ও আর্থিক জগতের প্রথম সারির ২০০ থেকে ২৫০ জন তারকা ব্যক্তিত্ব অংশ নিয়েছেন। আজ শনিবার তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান শেষ হবে।
গতকাল সন্ধ্যায় ভেনিসের সান জর্জিও দ্বীপে বিয়ের মূল আয়োজন শেষ হয়। সেখানে এই দম্পতি আংটি বদল করেন। বিকেলে কার্ডাশিয়ান-জেনার পরিবার, বিল গেটস, কার্লি ক্লস, অপরা উইনফ্রেসহ জনপ্রিয় তারকাদের ওয়াটার ট্যাক্সিতে করে অনুষ্ঠানস্থলে যেতে দেখা যায়।
এ ছাড়া হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও, গায়ক মিক জ্যাগার, ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পসহ আরও অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তবে অনুষ্ঠানস্থলে প্রবেশ করার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিরব ছিলেন। কারণ, অত্যন্ত সতর্কতার সঙ্গে গোপনে অনুষ্ঠানটির আয়োজন সম্পন্ন হয়।
এর আগে গত বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। সন্ধ্যায় কানারেজিও এলাকার একটি মধ্যযুগীয় গির্জা মাদোনা দেল অর্তোয় জড়ো হন অতিথিরা। নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়।
আজ আর্সেনালের একটি হলে বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। এটি মূলত বড় একটি মধ্যযুগীয় জাহাজ নির্মাণ কারখানা ছিল, যা বর্তমানে পূর্ব কাস্তেলো এলাকায় শিল্পকলা প্রদর্শনীর স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে।
অনুষ্ঠানে মার্কিন সংগীতশিল্পী লেডি গাগা ও ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জনের গান পরিবেশন করার কথা রয়েছে।
অবশ্য বেজোস ও সানচেজের বিয়ের আয়োজন নিয়ে ইতালির ভেনিসের স্থানীয় বাসিন্দারা বেশ ক্ষুব্ধ। তাদের আশঙ্কা, এ আয়োজনের কারণে অতিরিক্ত পর্যটনের চাপে বিশ্বের ঐতিহ্যবাহী এই শহর আরও ক্ষতিগ্রস্ত হবে।