ফরিদগঞ্জের রূপসায় মা-মেয়ের বিষপান ॥ মেয়ের মৃত্যু

জানা যায়, পারুল বেগমের স্বামী জয়নাল আবেদীন মঙ্গলবার সকালে স্ত্রী পারুল বেগম ও ১৮ বছরের মেয়ে জান্নাত আক্তারকে বকাঝকা করেন। পরে তিনি তার স্টেশনারি দোকানে চলে যান। এই বকাঝকার কারণে রাগে- ক্ষোভে-অভিমানে মা ও মেয়ে একসাথে বিষপান করেন।
পরিবারের কেউ প্রথমে টের না পেলেও পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এতে জান্নাত আক্তারকে আর জীবিত ফেরানো যায়নি। জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় মৃত্যুশয্যায় রয়েছেন পারুল বেগম।
জান্নাতের মৃত্যুর পর লাশ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যাওয়ার চেষ্টা করেন জয়নাল। পুলিশের কাছে ঠিকানা ও তথ্য দিতে টালবাহানা করেন, এমনকি অসংলগ্ন কথাবার্তাও বলেন। এতে সন্দেহ তৈরি হলে এসআই সুজন নন্দী ও পরে ফরিদগঞ্জ থানার এসআই জাকির ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।




