ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফরিদগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া ও সমাজসেবা অফিসার মুহাম্মদ মাহমুদুল হাসানের যৌথ স্বাক্ষরিত পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এর আগে ফরিদগঞ্জ পৌরসভা সংলগ্ন মুক্তিযোদ্ধা কার্যালয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, মো. ছলেমান মিজি, আবু তাহের পাঠান, দেলোয়ার হোসেন, মো. সহিদ উল্লা সাউদ, আবু তাহের মিঞাসহ আরো অনেকে।
পরে সংগঠনকে গতিশীল করার লক্ষে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকল মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রস্তাব এবং সমর্থনের ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর আবুল হাসেমের সুযোগ্য সন্তান কাজল পাটওয়ারী রাজুকে আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা সাইদুল হক মিজির সুযোগ্য সন্তান আলী আক্কাস মিজিকে সদস্য সচিব নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ, পেয়েছি লাল সবুজের পতাকা। আমাদের নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা জানাতে এই কমিটি সর্বদাই কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।