ফরিদগঞ্জে ছিনতাইয়ের সন্দেহে তিন যুবককে পুলিশে দিল জনতা

চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাংকে আসা নারীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় এমন সন্দেহে স্থানীয় জনতা তিনজন যুবককে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। জনতা কর্তৃক পুলিশের হাতে সোর্পদকারীরা হলো নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সোমপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে রফিকুল ইসলাম (২৪), সিদ্ধিরগঞ্জ উপজেলার হিরাঝিল পশ্চিম পাড়ার মৃত সোহেল মিয়ার ছেলে শাকিল মিয়া(২৪) ও সোনারগাঁও উপজেলার কাচপুর সোনাপুর এলাকার তারেকের ছেলে মিলন (২২)।
স্থানীয়রা জানান, দুপুরে ফরিদগঞ্জ ইসলামী ব্যাংক এলাকায় আটককৃতদের সন্দেহজনক ঘোরাফিরা করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়।
তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক করে এবং পরে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোর্পদ করে। থানা পুলিশ জানায়, একদল লোক উক্ত তিনজনকে পুলিশের হাতে তুলে দিয়ে চলে যায়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জনতার হাতে আটককৃতদের বিরুদ্ধে কারো লিখিত অভিযোগ না থাকায় ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।