চাঁদপুর সকাল

চাঁদপুরে নবজাতক হত্যাসহ নানা অনিয়মে দি ইউনাইটেড হাসপাতালকে সিলগালা

৬ দিন আগে
চাঁদপুরে নবজাতক হত্যাসহ নানা অনিয়মে দি ইউনাইটেড হাসপাতালকে সিলগালা
চাঁদপুরে জীবিত নবজাতক’কে মৃত বলে দাফনের জন্য কবরস্থানে দিয়ে আসার নেপথ্যে পাহাড়সম অনিয়মে জড়িত ‘দি ইউনাইটেড হাসপাতালকে’ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিলগালা করা হয়েছে। গতকাল (১৭ সেপ্টেম্বর) বুধবার বিকেলে শহরের করিম পাটোয়ারী সড়ককে অবস্থিত ‘দি ইউনাইটেড হাসপাতালকে’ এ নির্দেশনা প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে হাসপাতাল খালি করার সময়সীমা দুই দিন বেঁধে দেওয়া হয়েছে।


এছাড়াও চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশনা প্রদান করা হয়েছে। পরে নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায়, অপারেশন থিয়েটার তাৎক্ষণিক সিলগালা ও হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। বাপ্পী দত্ত রনি বলেন, পাহাড়সম অনিয়মের মধ্য দিয়ে তারা দীর্ঘদিন হাসপাতালের কার্যক্রম পরিচালনা করে আসছে।


ইতোপূর্বে‌ও তাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, সদর মডেল থানার এএসআই কালাম এবং চাঁদপুর জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তাগণসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ উপস্থিত ছিলেন।