চাঁদপুর সকাল

চাঁদপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

১১ দিন আগে
চাঁদপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ পালন উপলক্ষে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র অংশ হিসেবে চাঁদপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।


সোমবার (২৮ জুলাই ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।


জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষ।


স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল।


এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিনামূল্যে কোভিড-১৯ ও ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন প্রদান, রক্তের গ্রুপ নির্ধারণ ও ডেঙ্গু পরীক্ষা, সাধারণ রোগীদের চিকিৎসা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, চক্ষু পরীক্ষা, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়।


এই কার্যক্রমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল এবং সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সার্বিক সহযোগিতা করেন।