চাঁদপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন

শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
সোমবার (০৬ অক্টোবর ২০২৫খ্রি.) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, চাঁদপুরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের সুষ্ঠু বিকাশ ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে আমরা একটি আলোকিত প্রজন্ম উপহার দিতে পারবো। দেশ ও জাতির উন্নয়নের জন্য শিশুদের সুস্থ, নিরাপদ ও সৃজনশীল বিকাশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিশুশিল্পী, অভিভাবক, গণমাধ্যম কর্মী এবং সংশ্লিষ্ট অংশীজন।
এসময় বক্তারা শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন এবং অধিকার সংরক্ষণে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা শিশুদের প্রতিভা বিকাশে অভিভাবক ও শিক্ষকদের পাশাপাশি প্রশাসন ও সরকারের সহযোগিতা জোরদার করার আহ্বান জানান।




