চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৪ অধিদপ্তরের সভা

চাঁদপুর জেলা তেল মনিটরিং কমিটি, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা ট্রাক্সফোর্স কমিটি ও জেলা পন্য বিপনন কমিটির সভা সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫খ্রি.) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে কোনক্রমেই লাইসেন্স ছাড়া যত্রতত্র পেট্রোল-অকটেন বিক্রি করা যাবে না, এ ব্যাপারে কঠোর হতে হবে। সকল ফিলিং স্টেশনে চিঠি দিয়ে জানানো হবে তেল মাপে কম দিলে ফিলিং স্টেশনের বিরুদ্ধে বিধি মেতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এসভায়গুলোতে নির্ধারিত ব্যক্তিকে সভায় আসতে হবে, অনেক দপ্তরই মিটিং এর গুরুত্ব না বুঝে অফিস সহকারী পঠান। আগামী সভা থেকে অফিসের প্রথম ব্যাক্তি না আসলেও সেকেন্ড ব্যক্তিকেই সভায় আসতে হবে, না আসলে মিটিং এ আসা প্রয়োজন নেই। জেলার স্বার্থে মন্ত্রণালয়ের নির্দেশনায় এ সভাগুলো হয়ে থাকে।
তিনি আরও বলেন, আমরা অভিযানগুলো করার সময় দোকানের পণ্য কত টাকায় ব্যবসায়ি কিনেছে তা পরখ করে দেখতে হবে। যাতে করে ব্যবসায়িরা কোনভাবেই বেশী দামে বিক্রেতার কাছে পন্য বিক্রি করতে না পারে সেদিকে ভোক্তার নজর দিতে হবে। জরিমানা করা আমাদের মূল কাজ না। বিভিন্ন মার্কেট ও বাজারের কমিটির সাথে বসে সভা করা প্রয়াজন। আগামী ১৫ জানুুয়ারি মধ্যে চেম্বার এর সাথে আলোচনা সাপেক্ষে বিপনীবাগ বাজারে সভা করবেন।
ফলে ফরমালিন সম্পর্কে বলতে গিয়ে জেলা প্রশাসক বলেন, এখন থেকে আসার সভায় কমলা ও আঙ্গুর পরিবেশন করবেন না। সভায় দেশীয় ফল দিবেন। বিষমুক্ত ফল খাওয়াতে হলে আমাদের একটি ফুটস ক্লিনিং চেম্বার বসানোর প্রয়াজন। এ বিষয়ে আমরা চেম্বারকে সাথে নিয়ে তা করবো।
লাইভ বেকারী ও ১০০ টাকার খাবার হোটেলের বিষয়ে বলেন , সরকারি সিস্টেমের আওয়তায় লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হবে। লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকুন। ভোক্তার নিকট কোনভাবেই পণ্য বেশী দামে বিক্রি করা যাবে না। অনেক বেকারীগুলো পুরুনো পাউরুটি দিয়ে ড্রাইকেক তৈরি করে থাকে তা আপনারা জানেন না।
জেলা প্রষাসক আরও বলেন, মোবাইল কোর্ট একটি পদ্ধতি, তা অব্যাহত থাকবে। সকল অধিদপ্তরকে আইনের মধ্যে থেকে সমাজ থেকে সামাজিক ব্যাধিগুলো দূর করতে হবে। বিজয়ের মাসের শেষ ও বছরের শেষ দিকে আপকের সভায় উপস্থিত সকলকে আগামী নতুন বছরের সভায় সকলের উপস্থিতিতে সভার আহবান জানিয়ে আজকের সভা শেষ করছি।
তিনি আরও বলেন, চেম্বার অব কর্মার্স, ক্যাব ও হোটেল রেস্তেরা মালিক সমিতিসহ সকলে যদি সরকারি দপ্তরগেুলোকে সহযোগিতা করলে সুন্দর চাঁদপুরকে সুন্দর ভাবে গড়ে তোলা সম্ভব। আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন আপনারা একেকজন একাধিক সংগঠনের নেতৃত্ব দেন তাই আপানের সাথে আমার সবচেয়ে বেশী কাজ করতে হবে।
সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক উজালা রানী চাকমা। বিগত সভার কার্যবিবরনী পাঠ করেন এনডিসি আনিসুর রহমান। সভায় নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইসমাইল, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জ্যোর্তিময় ভৌমিক, জাতীয় ভোক্তা অধিপ্তর সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লা আল ইমরান, কৃষি বিপনন কর্মকর্তা মোঃ মাসুদ রানা,
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফ হোসেন, জেলা স্যানেটারি ইন্সপেক্টর এস এম নজরুল ইসলাম, বিএসটিআই কুমিল্লা অঞ্চলের পরিদর্শক শামস তাবরেজ, ফিল্ড অফিসার রাজীব ফকির, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক গোপাল সাহা, জেলা ক্যাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সানাউল্যা খান,
সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব সরকার, সাংগঠনিক সম্পাদক অভিজিত রায়, বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আখন্দ, যুগ্ম সম্পাদক মাইনু আখন্দ, চাঁদপুর বস্ত্র মালিক সমিতরি সভাপতি লিমন পদ্মা-মেঘনা-যমুনা অয়েল ডিপোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




