বিয়ের প্রলোভনে কিশোরীকে তুলে নিয়ে নির্যাতন : চাঁদপুরে দুই আসামি আটক

চাঁদপুরে নবম শ্রেণীর এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ১৫ দিন আগে কিশোরীর সঙ্গে সিএনজি চালক ইমন গাজীর প্রেমের সম্পর্ক শুরু হয়।
এরপর ইমন গাজী স্কুলের সামনে থেকে কৌশলে কিশোরীকে তুলে নিয়ে বালিয়ার সাপদি গ্রামের তার দূর সম্পর্কের মামা শাহ আলম শেখের বাড়িতে রাখে। সেখানে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনায় কিশোরীর মা চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
এতে প্রধান আসামি করা হয় ইমন গাজী ও দ্বিতীয় আসামি করা শাহ আলম শেখ। ঘটনার সময় শাহ আলম শেখ গোপনে জানালার ফাঁক দিয়ে ভিডিও ধারণ করেন। পরে ইমন গাজী কিশোরীকে ছেড়ে চলে গেলে, শাহ আলম সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ে কিশোরীকে পুনরায় ধর্ষণ করেন। পরিশেষে কিশোরী বাড়ি থেকে পালিয়ে রাস্তায় এসে স্থানীয়দের সাহায্য নেন।
তারা বিষয়টি পুলিশকে জানালে, পুলিশ কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।পুলিশ দ্রুত দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।
ইমন গাজী ঘটনার দায় স্বীকার করেছেন। শাহ আলম শেখও ভিডিও ধারণ এবং জোরপূর্বক নির্যাতনের কথা মেনে নিয়েছেন। আসামীদের শনিবার দুপুরে আদালতে দুই আসামিকে প্রেরণ করা হয়েছে।



